গুগল ফুবার চোরাই এর ইতিবৃত্ত :
আশাকরি আমার উপরের টাইটেল দেখেই আজকের পোস্ট এর ব্যাপারে আপনারা আন্দাজ করে নিয়েছেন। গুগল ফুবার এর ইনভাইটেশনটা যে চোরাই ভাবেও পাওয়া যায় কিছু keyword ব্যবহার করার মাধ্যমে এটা আমি কাল প্রথম জেনেছিলাম সেই সাথে শুনেছিলাম
Tareq Ahamed এর কাছে। কিন্তু আমি আসলে বিশ্বাস করতে পারি নি, তাই ভেবেছিলাম এটা নিয়ে আগে রিসার্চ করে এর সত্য-মিথ্যাটা প্রুভ করতে। একটু আগে Moudud Ahmad Quraishi নিজেও গুগল ফুবার থেকে ইনভাইটেশন পেয়েছে সেটা সিক্রেট কি ওয়ার্ড ব্যবহার করে। ও নিজেই অবাক হয়ে আমাকে ফোন দিয়ে বলেছে, ভাই আমি তো কোড পারি না তবে সিক্রেট কোড গুগল এ সার্চ দিয়ে তার ১-২ মিনিট এর মধ্যে ইনভাইটেশনটা পেয়েছি, সেই সাথে আমি অবাক ও এটা আমার কাছে অনেকটা হাস্যকর বলে মনে হয়েছে। এবার আসল কথাতে আসা যাক, পোস্ট এর শেষে আমি সিক্রেট কি গুলো দিয়ে দিব, আশাকরি ওইটা সার্চ করলেই সবাই গুগল ফুবার থেকে ইনভাইটেশনটা পেয়ে যাবেন। প্রায় ১-২ বছর আগেও গুগল ফুবার নিয়ে কেউ জানতো না যে এটা গুগল এর একটা সিক্রেট মাধ্যম সেই সাথে এটা গুগল এর সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং এর একটা সিক্রেট হায়ারিং প্রসেস। সালটা ছিল ২০১৭ এর শেষের দিকে। আমি আমার ল্যাপটপ এর window তে একটা পপকর্ণ দেখতে পাই। পপকর্ণটা দেখে চিন্তাতে পড়ে গিয়েছিলাম। যেহেতু কম্পিউটার নিয়েই আমার বেড়ে উঠা তাই আমি নিজেকে secure করার জন্য অনেক মাধ্যম জানতাম। এই পপকর্ণটা আসলে কি, এটা জানার জন্য গুগল এ সার্চ দেই। আর তারপরেই জানতে পারি, এটা গুগল এর নিজস্ব সার্ভার থেকে পাঠানো ইনভাইটেশন, যা গুগল তাদের টার্গেট ফিলআপ করা ব্যাক্তিদের দিয়ে থাকে। আগে থেকেই যেহেতু আমি সফটওয়্যার নিয়ে ঘাঁটাঘাটি করি, সেই সাথে বিভিন্ন প্রোগ্রামিং বা ওয়েব নিয়েও অনেক ঘাটাঘাটি করেছি বুঝলাম সেটা থেকেই আমি ইনভাইটেশনটা পেয়েছি। গুগল থেকে ঘেঁটে দরকারী সব ইনফরমেশন নিয়ে বিসমিল্লাহ বলে কনটেস্টটা শুরু করেছিলাম। দ্যান আল্লাহ এর রহমতে ৫টা স্টেপ ভালোভাবে পাড় করেছিলাম, ৪টা স্টেপ পার করার পরে গুগল এর একজন রিক্রুয়েটার আমার সাথে ইমেইল এ যোগাযোগ করেছিল আর তার পরেই গুগল এর ইন্টার্ভিউ এর জন্য সিলেক্টেড হয়েছিলাম।
উপরের এই কথাগুলো বলার অর্থ হলো, গুগল ফুবার এর ইনভাইটেশনটা এখন দেখছি, যতোটা সহজ হয়ে গিছে, সেই সাথে চোরাই হয়ে গেছে সেটা আগে ছিল না। অবশ্য আগে কেউ এই ব্যাপারে জানতো না। গুগল এ যাবার পরে এই ব্যাপারে আমি সবাইকে জানিয়েছিলাম সেই সাথে গুগল ফুবার বলতে কিছু যে একটা আছে সেটাকেও সবার কাছে আজ থেকে ১ থেকে দেড়বছর আগে তুলেধরেছিলাম। যার মাধ্যমে আজ দেশ এর অনেকেই এই মাধ্যম এর কথা জানে, তবে কখনো ভাবতে পারি নি, তারা এটাকে এতোটা সহজলভ্য বানিয়ে ফেলবে। যদি কেউ যোগ্যতা ছাড়া এইগুলা পেয়ে থাকো চোরাই ভাবে, তাহলে এটাতে ১% লাভও নেই। কারণ চোরাইভাবে ইনভাইটেশন পেয়ে কি লাভ, তুমি কি কোড করতে জান কিংবা কখনো কি কোন প্রতিযোগীতা মূলক প্রোগ্রামিং কিংবা কনটেস্ট করেছো। যদি না করে থাক, তাহলে শুধু শুধু ইনভাইটেশনটা চোরাইভাবে পাওয়াই হবে, কাজ এর কাজ একটুও হবে না। তবে হ্যাঁ তোমরা একটা কাজ করতে পার, ইনভাইটেশন নিয়ে এই প্রব্লেম গুলা নিয়ে তোমরা সলুউশন এর জন্য গুগল ঘেঁটে ঘেঁটে রিসার্চ করতে পার, যেটা তোমার ভবিষ্যৎ এ ভালো একটা কাজে দিবে। আর এতে তোমার অভিজ্ঞতাটা সঞ্চার হবে। এটা ছাড়া আর কোন লাভ নেই। এবার আসি গুগল ফুবার এর সিক্রেট কি এর ব্যাপারে। গুগল ফুবারটা আসলে দুই ধরণের প্রোগ্রামিং ল্যাংগুয়েজ সার্পোট করে ১. জাভা ২. পাইথন। আর গুগল ফুবারটা আসলে গুগল এর নিজস্ব একটা সার্ভার। আর আমরা কম্পিউটার বা নেটওয়ার্ক এর ব্যাপারে যারা ভালো ভাবে জানি, তারা জানি সার্ভার একটা মাধ্যম বা একটা অ্যাপ্লিকেশান। গুগল এর সার্ভার বলতে গুগল এর নিজস্ব মাধ্যম বা অ্যাপ্লিকেশান ( সফটওয়্যার )। সার্ভার এ যা যা কমান্ড করা থাকে, সার্ভার অনুরুপ তাই কাজ করে। তাই সার্ভার এ যে যে কি- ওয়ার্ড এর কমান্ড ইনপুট করা আছে সেই গুলা কেউ ৪-৫ এর অধিক সার্চ করলে সার্ভার থেকে অটোমেটিক একটা মেসেজ চলে যাবে, যেটা গুগল ফুবার এর ক্ষেত্রে হচ্ছে। তাই এখন হয়তোবা গুগল এর সার্ভার এ এইসব কি-ওয়ার্ড যারা সার্চ দিচ্ছে তাদের কাছে অটোমেটিক ইনভাইটেশন পাঠিয়ে দিচ্ছে। আর এটা এখন দুধভাত হয়ে গেছে। আর সেই সাথে এটাকে এখন সিক্রেট বলা যায় না। এটা সিক্রেট থেকে এখন ওপেন ইনভাইটেশন এ পরিণত হয়েছে। যায় হোক নিচে কিছু সিক্রেট ( ওপেন ) [ যেহেতু এই মাধ্যম এখন সিক্রেট থেকে ওপেন এ পরিণত হয়েছে ] কি- ওয়ার্ড দিলাম। যেটা গুগল এ সার্চ করে ১-২ মিনিট এ আপনিও এই ইনভাইটেশনটা পেতে পারেন।
১. C++ move semantics
২. list comprehension python
৩. arraylist java
তবে হ্যাঁ এই ইনভাইটেশন পাওয়ার মধ্যে কোন কৃতিত্ব নেই, নেই কোন সাফল্য। গুগল এ এই keyword গুলোর যে কোন একটা লিখে সার্চ করে রিফ্রেশ করুণ ৪-৫ বার কিংবা ৪-৫ এর অধিক সার্চ করলেই ইনভাইটেশনটা পেয়ে যাবেন বলে আশা রাখছি। তবে আবার ও বলছি, এই ইনভাইটেশন পাওয়াতে আপনাদের বিন্দু পরিমাণ এরও সাফল্য কিংবা কৃতিত্ব থাকবে না। আর এই ইনভাইটেশন পেয়ে কাজ এর কাজও হবে না। কারণ গুগল একমাত্র যোগ্যদের ই খুঁজে বের করে।

Comments

Popular posts from this blog