থ্রি ইডিয়টস' মুভিটা মোটামুটি বলতে গেলে সবার দেখা আছে.... আমরা ভাইরাসকে নিয়ে মজা করেছি, মিলিমিটারকে নিয়ে হেসেছি... র্যা ঞ্চোকে দেখে মুগ্ধ হয়েছি।
তবে একটা জিনিস আমরা কখনোই খেয়াল করি নি... এই মুভির সাইলেন্ট হিরো কিন্তু রাজু রাস্তোগী'ই ছিলো। র্যা ঞ্চো আর ফারহানের চেয়ে রাজু তুলনামূলক ভাবে অনেকটা দূর্বল স্টুডেন্ট... ইঞ্জিনিয়ার হওয়াটা তার দরকার ছিলো, তাই পড়তে আসা।
আমাদের সবার মধ্যেই একজন করে রাজু রাস্তোগীর বসবাস... পরীক্ষা নিয়ে ভয়, পরিবার চালানোর ভয়... পরিবারের এক্সপেকটেশান রাখার ভয়... আমাদের সবার'ই আছে।
ফাইনাল পরীক্ষার আগের রাতে রাজু'র কথা ভেবে সাসপেন্ড হবার রিস্ক নিয়ে ভাইরাসের অফিস থেকে প্রশ্ন চুরি করে নিয়ে আসে র্যা ঞ্চো আর ফারহান... সেই প্রশ্ন হাতে নিয়ে কিন্তু রাজু ঠিক'ই ফিরিয়ে দিয়েছিলো.... আনএক্সপেক্টেড এলেও সত্যি।
রাজু ফ্রেন্ডদের বলেছিলো, প্রশ্ন পেয়ে পাশ করার প্রয়োজন নেই... যেটুক ক্যালিভার আছে, সে ওটুক নিয়েই পরীক্ষায় বসবে... টপ করা ইঞ্জিনিয়ার না হোক, নিজের যোগ্যতায় একজন সাধারণ ইঞ্জিনিয়ার অন্তত হবে।
হুইল চেয়ারে বসে রাজু রাস্তোগী'র দেয়া চাকরীর ইন্টারভিউর সীনটা এপিকের চেয়েও বেশি কিছু... ইন্টারভিউ বোর্ডকে প্রচন্ড ভীতু রাজু হাসিমুখে হরবর করে একের অপর এক সত্য বলে গেছে নির্ভয়ে। মার্কশীটে নাম্বার কম থাকুক, নিজেকে নিয়ে সে হীনমন্যতায় ভুগে নি... ডিফেন্ড করেছে। কারণ সুইসাইডের চেষ্টা করার পর সে বুঝে গেছে... সিস্টেমের দোষে নিজের জীবন নষ্ট করার মতো অর্থহীন আর কিছু হতে পারে না। নিজের ভিতরে ঈশ্বর যা দিয়েছেন, সেটাই... আর সেটাকে মেনে নিয়ে কতোটুকু Cherish করা যায়, সেটা নিজের উপর।
রাজু রাস্তোগীকে কষ্ট করে তাঁদের ইমপ্রেসড করতে হয় নি... ইমপ্রেসড তাঁরা নিজ থেকেই হয়ে গেছে।
একটা কথা মনে রাখা খুব জরুরী... যেকোন ক্লাসে রোল নাম্বার এক থেকে বিশের মধ্যে চেহারাগুলো কিন্তু প্রায় সময়'ই একই থাকে.... তাঁরা এর বাইরে সাধারণত যায় না। কিন্তু যুদ্ধ হয় রোল নাম্বার ২১ থেকে রোল নাম্বার ১০০ পর্যন্ত... এরা সবাই'ই সাধারণ... একজন সাধারণ স্টুডেন্টের সাথে অন্য একজন সাধারণ স্টুডেন্টের যুদ্ধ... টিকে থাকার যুদ্ধ।
তাই অসাধারণ হওয়াটা ইজি... কিন্তু অসাধারণ হবার জন্যে পরীক্ষার আগের রাতে প্রশ্ন সলভ করে গোল্ডেন এ-প্লাস বা মেডিক্যালে ভর্তি হবার চেয়ে সাধারণ হয়ে খুশি থাকা'টাই ভালো।
আর নিজেকে সাধারণ ভেবে নিজের উপর বিশ্বাস রাখতে হলে সাধণার প্রয়োজন... এটা সবাই পারে না... এমন'কি অসাধারণরাও না।

Comments

Popular posts from this blog