আজকে আমি আপনাদের কিছু মূল্যবান উক্তি দেই, এই গুলার কয়েকটা আমার খুব ই পছন্দের আর কয়েকটা আমার নিজের লেখা। যায় হোক এই ২৫টা মূল্যবান উক্তি, হয়তোবা এইগুলা ফলো করলে আপনার লাইফটাও চেঞ্জ হয়ে যেতে পারে।
১. প্রো-একটিভ হোন। প্রো-একটিভ মানুষের প্রতি অন্যরা আকৃষ্ট হয়। রি-একটিভ ব্যক্তি সবসময়ই মানুষের বিতৃষ্ণার কারণ হয়।
২.বন্ধুর প্রশংসা পেয়ে আনন্দিত হবেন না অথবা শত্রুর সমালোচনা দেখে বিচলিত হবেন না, দুটোই মূল্যহীন।
৩.কারো কাছ থেকে প্রতিদান আশা করবেন না, দিতে শিখুন।
লিডাররা শুধু দিয়েই যায়, এটাই নিয়ম।
৪. অপরের কাজ দেখে তাকে অনুকরণ বা অনুসরণ করবেন না, সফল কোন লোকই অন্য কারও মতো নয়, সবাই নিজের মতো।
৫. মূর্খ লোকের সাথে তর্ক করবেন না, এরা আপনাকে তাদের পর্যায়ে নামিয়ে নিয়ে যাবে।
৬. সবাই সফল হবেন না, এটা মেনে নিন।
সফল তারাই হয় যারা এর পিছনে লেগে থাকে, খরচ করে।
সেটা হতে পারে, সময়, সেটা হতে পারে অর্থ কিংবা দুটোই।
৭. শিক্ষক আর জীবন এই দুটাই আমাদের শেখায়। পার্থক্য কেবল- শিক্ষক শিক্ষা দিয়ে মূল্য নেয়, আর জীবন মূল্য নিয়ে শিক্ষা দেয়।
৮. নিজেকে সস্তা করে ফেলবেন না, তাহলে প্রয়োজনের সময় সবার গ্রহণযোগ্যতা পাবেননা।
৯. অন্ধভাবে কাউকে ভালোবাসো না, তার ফল শুভ হবে না।
—কার্লাইল
১০. জীবনে একা একা থাকতে শেখা প্রয়োজন, কারন সবচেয়ে খারাপ মুহুর্তগুলি একাই কাটাতে হয়!!
১১. কাগজের নৌকা যতই সুন্দর হোক না কেন তা
পানিতে ভাসালে যেমন ডুবে যায়। ঠিক তেমনি
আবেগ যতই মধুর হোক না কেন বাস্তবতার কাছে
সব সময় হেরে যায়।
১২. প্রেম ভাঙ্গনে ব্যথিত না হয়ে ভাঙ্গনটিকে আপনার জীবনের অনুপ্রেরণা হিসেবে নিন। আর মেয়েটিকে নিন অনুপ্রেরণামূলক বস্তু হিসেবে।
১৩. রাগ,অভিমান ও অভিযোগ বোকা ও দূর্বলরা করে। বুদ্ধিমানরা পরিস্থিতি পরিবর্তনে বুদ্ধি ও কৌশল প্রয়োগ করে।
১৪. ব্যক্তিগত খেয়াল বা আবেগ আর জীবনের লক্ষ্যকে এক করে ফেলবেন না। লক্ষ্যকে যখন সর্বোচ্চ গুরুত্ব দেবেন তখন তা আপনাকে আবেগের ঊর্ধ্বে নিয়ে যাবে।
১৫. প্রতিটি কাজ করার আগে অন্তত একবার নিজেকে জিজ্ঞেস করুন কাজটি আপনি কেন করবেন।
১৬. দিনে কমপক্ষে ২০ বার বলুন-- “আমি বেশ ভাল আছি।”
১৭.একজন জ্ঞানী জানেন যে তিনি কী জানেন না। আর একজন মূর্খ নিজেকে সবসময় সবজান্তা মনে করে।
১৮. যার কথার চেয়ে কাজের পরিমান বেশী, সাফল্য তার কাছেই এসে ধরা দেয়। কারণ, যে নদী যত গভীর তার বয়ে যাওয়ার শব্দ তত কম।
১৯. আজ পর্যন্ত কোন ভিক্ষুক দাতা বা স্বাবলম্বী হতে পারে নি। যে হাত নিতে অভ্যস্ত সে হাত কখনো দিতে পারে না।
২০.আমরা খ্যাতিমান হতে চাই। কিন্তু খ্যাতির জন্যে নীরব সাধনা ও প্রয়োজনীয় কষ্ট স্বীকার করি না। ফলে সাধনাও হয় না, খ্যাতির শীর্ষেও পৌঁছতে পারি না।
২১. কারো অনুপ্রেরণার জন্য অপেক্ষা করবেন না, কিছু একটা শুরু করুন।
২২. পরিবার দেখে বিয়ে করুন।
ভন্ড পরিবার আপনাকে তাদের পর্যায়ে নামিয়ে নেবে।
২৩. নিরাশ থাকবেন না, হাসুন, হাসিই আপনার সাইনবোর্ড, আপনার ব্রান্ডিং।
২৪. শর্টকাটে সফল হওয়ার চেষ্টা করবেন না, সফলতার কোন শর্টকাট নেই।
ধাপে ধাপে এগোন।
২৫. কিছুতেই আশাহত হবেন না।
মনে রাখবেন,
মানুষ তার আশার সমান সুন্দর,
বিশ্বাসের সমান বড়।
Comments
Post a Comment