নিজেকে এমনভাবে তৈরি করুন যেন, যে আজ আপনাকে ইনভাইট করতে ভুলে গেল, ভবিষ্যতে সে যেন আপনাকে তার অনুষ্ঠানে প্রধান অতিথি করতে আপনার বাসায় লাইন ধরে। কেউ হয়তো আজ আপনার ফ্রেন্ড রিকুয়েস্ট একসেপ্ট করছে না। চুপ থাকুন, হজম করুন আর নিজেকে এমনভাবে তৈরি করতে থাকুন, যেন ভবিষ্যতে আপনার ফ্রেন্ডলিস্টে জায়গা পাওয়াটা উল্টো তার কাছেই লটারিতে জিতার মত ভাগ্য মনে হয়।
আজ যে ব্লক করছে একদিন সে সার্চ করবে যদি সত্যিই কিছু করে দেখাতে পারেন। আজ আপনার কথা শুনে যার বিরক্ত লাগে, নিজেকে ঠিক এমন উচ্চতায় নিয়ে যান, যেন কোনো একদিন মানুষের মুখে মুখে সে শুধু আপনার কথাই শুনে। 'তোমার মুখ আমি আর দেখতে চাই না' বলে যে আপনাকে ধুর ধুর করে তাড়িয়ে দিচ্ছে, তাকে জোর করে মুখ দেখাতে যাওয়ার দরকারটাই কী! বরং এমন কিছু একটা করেন যেন পত্রিকা খুললে বা টিভি অন করলেই সফল ব্যক্তি হিসেবে সেখানে আপনার মুখটা দেখতে হয় তাকে। যার ম্যাসেজ রিপ্লাইয়ের অপেক্ষায় আজ আপনার দিন কাটে, একদিন তাকে আপনার ম্যাসেজ seen করার অপেক্ষায় থাকতে হবে।
লাইফে সেকেন্ড কোনো অপশন নাই। যে কাজটা ধরেছেন সেই কাজটাতে লেগে থাকুন। মনে রাখবেন- যে পানি দিয়ে শরীর ভেজায় সে কাপড় বদলায়, যে রক্ত দিয়ে শরীর ভেজায় সে ইতিহাস বদলায় আর যে ঘাম দিয়ে শরীর ভেজায় সে ভাগ্য বদলায়। আপনি কী বদলাতে চান তার সিদ্ধান্ত আপনার। যে নিজে থামেনা তাকে আবার থামানোর সাধ্য কার। লেগে থাকলে তার সুফল আসবেই -আজ না হোক কাল। শপথ করে বলুন- I may not win immediately but win definitely.
Comments
Post a Comment