Ruhul Amin D e c e m u m a b m e u t r S 2 p o l n 9 , h s d S 2 c s o 0 2 0 f a r f e h d i d i · আজকে আমি আপনাদের কিছু মূল্যবান উক্তি দেই, এই গুলার কয়েকটা আমার খুব ই পছন্দের আর কয়েকটা আমার নিজের লেখা। যায় হোক এই ২৫টা মূল্যবান উক্তি, হয়তোবা এইগুলা ফলো করলে আপনার লাইফটাও চেঞ্জ হয়ে যেতে পারে। ১. প্রো-একটিভ হোন। প্রো-একটিভ মানুষের প্রতি অন্যরা আকৃষ্ট হয়। রি-একটিভ ব্যক্তি সবসময়ই মানুষের বিতৃষ্ণার কারণ হয়। ২.বন্ধুর প্রশংসা পেয়ে আনন্দিত হবেন না অথবা শত্রুর সমালোচনা দেখে বিচলিত হবেন না, দুটোই মূল্যহীন। ৩.কারো কাছ থেকে প্রতিদান আশা করবেন না, দিতে শিখুন। লিডাররা শুধু দিয়েই যায়, এটাই নিয়ম। ৪. অপরের কাজ দেখে তাকে অনুকরণ বা অনুসরণ করবেন না, সফল কোন লোকই অন্য কারও মতো নয়, সবাই নিজের মতো। ৫. মূর্খ লোকের সাথে তর্ক করবেন না, এরা আপনাকে তাদের পর্যায়ে নামিয়ে নিয়ে যাবে। ৬. সবাই সফল হবেন না, এটা মেনে নিন। সফল তারাই হয় যারা এর পিছনে লেগে থাকে, খরচ করে। সেটা হতে পারে, সময়, সেটা হতে পারে অর্থ কিংবা দুটোই। ৭. শিক্ষক আর জীবন এই দুটাই আমাদের শেখায়। পার্থক্য কেব...
Comments
Post a Comment