আসুন #গুগল নিয়ে আজকে আমরা মজার মজার তথ্য + সেই সাথে গেইম খেলি। আজকে এমন কিছু তথ্য গুগল নিয়ে আপনাদের সাথে শেয়ার করতে চলেছি যে গুলা জেনে আপনারা নিজেদের নতুন করে আবার আবিষ্কার করবেন
তাইলে চলেন শুরু করা যাক 


প্রথমেই একটা কাজ করি, যদি আপনাদের মাথা গুগল দিয়ে ঘুরিয়ে দেই, তাইলে ব্যাপার টা কেমন হয়
তাইলে ঝটপট গুগল এর মূল পেইজ ( Google .Com ) এ গিয়ে এটা লিখে সার্চ করুন :--> Do a barrel roll (https://elgoog.im/doabarrelroll/?1000000 ) কি মাথাটা চক্কর দিলো তো
খুব রাগ হচ্ছে তাই না গুগল এর উপর, কি অন্যায় করেছেন আপনি যে, আপনার মাথাটা এইভাবে গুগল ঘুরিয়ে দিল 




কি মনে হচ্ছে গুগলকে এখন যদি পানিতে চুবিয়ে মারতে পারতেন তাইলে আপনার মনের সাধ খানিকটা মিটতো, তাই নয় কি। তাইলে আর দেরী কেন চলে যান google এ আর সার্চবার এ লিখুন, Google underwater অথবা এই লিংঙ্ক এ ( https://elgoog.im/underwater/ ) চলে যান। কি দেখলেন, গুগলকে শেষ অব্ধি তাহলে সাগরেই চুবালেন
এটা খুব ই অন্যায় হলো
কি আপনার রাগটা তবুও গেল না গুগল এর উপর থেকে, গুগলকে পানিতে চুবিয়েও আপনার মনের রাগ যদি না কমে তাইলে গুগল এ গিয়ে লিখুন, Google gravity অথবা চলে যান এই লিংঙ্ক এ ( https://mrdoob.com/proj.../chromeexperiments/google-gravity/ )। গিয়ে সার্চবার এ একটা টোকা দেন। ইশ.! কেউ কাউকে পিটালে এইভাবে পিটায়
শেষ পর্যন্ত গুগলকে একেবারে ভেংগে গুড়িয়ে ফেললেন। ভারী অন্যায় হলো এটা
এখন কি হবে
তাইলে আর কি, Google in 1998 লিখে গুগল এ সার্চ দিন। অথবা এই লিংঙ্ক এ যান ( https://elgoog.im/google1998/ ) কি দেখতে পেলেন, গুগল এর ফাস্ট লুক। তারমানে ১৯৯৮ সাল এ গুগল প্রতিষ্ঠিত হবার পরে যে লুকটা বা ইন্টারফেসটা ছিল আপনি সেটাই এখন দেখতে পারছেন। তার মানে গুগলকে ভাংগা সম্ভব না, এতো পানিতে চুবিয়ে বা ভেংগে কি করলেন আপনি, গুগলকে তো একদম নিঃশেষ করতে পারলেন না
আপনি গুগলকে আবার ফিরিয়ে এনেছেন দেখে, গুগল কর্তৃপক্ষ খুশী হয়ে সিদ্ধান্ত নিয়েছে, আপনার নামে তারা একটা সার্চ ইঞ্জিন বানাবে। কি খুশী তো আপনি
জানি তো এখন খুশী না হয়ে কোথায় যাবেন আপনি। তাহলে নিজেই নিজের সার্চ ইঞ্জিন দেখে আসতে পারেন, গুগল এ গিয়ে Funny-google . com এ গিয়ে। অথবা এই লিংঙ্ক ( http://www.funnysearch.org/?name ) এ গিয়ে another name এ গিয়ে আপনি আপনার নাম দিয়ে বা আপনার পছন্দের যে কারো নাম দিয়ে সার্চ করলে দেখতে পাবেন। সেই নাম এ একটা সার্চ ওয়েব হয়ে গেছে
কি ভারী অদ্ভুত না
ঠিক যেমন আমি আমার নামে একটা সার্চ ইঞ্জিন ( http://www.funnysearch.org/?name=Md.+Ruhul+Amin ) করেছি 










ধরুন ক্রিকেট খেলতে বসেছেন, এখন টস করবেন। কিন্তু আপনার কাছে কোন কয়েন নেই। বিপরীত দলের কাছেও কোন কয়েন নেই। তাইলে এখন উপায়
চিন্তা নেই, গুগল থাকতে চিন্তা কিসের
গুগল এ গিয়ে লিখুন, Flip a coin অথবা এই লিংঙ্ক এ চলে যান, ( https://www.google.com/search?q=flip+a+coin&oq=Flip+a&aqs ) এখন Heads নাকি Tails সেটা নিজেরা সিলেক্ট করে Flip এ চাপ দিন। কি দেখলেন টস হয়ে গেল 




চলুন এবার একটু গেইম খেলা যাক 
গুগল এ গিয়ে লিখুন, Zerg rush অথবা এই লিংঙ্ক এ চলে যান ( https://elgoog.im/zergrush/ ) কি দেখতে পাচ্ছেন, একটা পেইজ এ বা সার্চবার এ গুটি কয়েক ভাইরাস আক্রমণ করেছে। গুটি গুলো নিচে নামার সাথে সাথে সব লেখাকে মুছে দিচ্ছে, এখন আপনার হাতে যদি মাউস থাকে তাইলে মাউস এ জোরে জোরে ক্লিক করুন, আর একটা একটা ভাইরাস কে মারতে শুরু করুন
ভয় পাবেন না, এটা রিয়েল ভাইরাস না, গেইম এর তাই আপনার ল্যাপটপ বা আপনার ডেস্কটপ এ এটা কোন ক্ষতিই করবে না। এটা শুধুমাত্র একটা গেইম, এটা ছাড়া আর কিছুই ই না। ঠিক এমন ভাবে এই লিংঙ্ক এ গিয়ে ( https://elgoog.im/snake/ ) ছোটবেলার নোকিয়া ১১০০ মডেল এর মতো সাপ ও খেলে আসতে পারেন 
( https://elgoog.im/breakout/ ) দেখি কে কতো কম সময়ে দেয়ালটা ভাংঙ্গতে পারে
অনেক তো খেলা হলো, এখন নিজের বাসায় ফেরার পালা
ও হো আপনি নিজেই তো নিজের বাসার লোকেশন গুগল থেকে দেখতে পারেন
নিজের IP location Address গুগল বার এ দেখতে চাইলে এই লিংঙ্ক থেকে দেখে আসতে পারেন ( https://iploc.org/ ) 









লাস্ট আর একটা মজার জিনিষ শেয়ার করি আপনাদের সাথে আর এটা অনেকেই জানেন, বিধায় এটা লাস্ট এ অ্যাড করলাম, আর সেটা হলো, Google কে যদি উলটা করে লিখে ( elgooG ) গুগল এ সার্চ দেন তাইলে, উল্টা গুগল দেখতে পাবেন। সার্চবার এ গিয়ে যাই লিখুন না কেন, সব ই উল্টা ভাবে আপনাকে দেখাবে বা যেটাই সার্চ করেন না কেন, সবগুলোই উল্টো হয়ে যাবে। ফোন ঘুরিয়েও দেখতে পাবেন না, একমাত্র আয়নাতে না দেখলে
কি ভারী মজা না।

আজ তাইলে নতুন অনেক কিছুই জানলেন গুগলকে নিয়ে। আরও অনেক মজার মজার ইনফরমেশন আছে, ইচ্ছে করলে এখন ই অ্যাড করতে পারতাম তবে থাক আজ আপাতত এই টুকুই। আমরা সবাই গুগল সমন্ধে জানি গুগল শুধুমাত্র সার্চ ইঞ্জিন তবে এটা ছাড়াও গুগল এর আরও অনেক পরিচয় আছে। যেমন গুগল কিন্ত দার্শনিকও।
Comments
Post a Comment