Ruhul Amin t f S t F l e b r t i u l p o n d a s o o r e d r y c m 8 e · #Algorithm_Part :-> 01 গতদিন সবাই আমাকে ডাটা-স্ক্যাকচার আর অ্যালগরিদম নিয়ে পোস্ট করতে বলেছিলেন। তার ধারাবাহিকতায় আমি চেয়েছিলাম একদম বেসিক থেকে শুরু করতে, তাই আজকে আমি অ্যালগরিদম নিয়ে কিছু বেসিক ধারণা দিলাম, নেক্সট পার্ট এ ডাটা স্ক্যাকচার নিয়ে দিব। #অ্যালগরিদম বলতে আমরা একদম সহজ কথায় একবাক্য যা বুঝবো সেটা হলো, অ্যালগরিদম অর্থ ধাপে ধাপে একটা সমস্যার সমাধান করা। অর্থাৎ একটি সমস্যাকে কয়েকটি ধাপে ভেঙে প্রত্যেকটি ধাপ পর্যায়ক্রমে সমাধান করে সমগ্র সমস্যার সমাধান করাকে আমরা অ্যালগরিদম বলতে পারি। আমরা জানি যে, কম্পিউটার মানুষের ভাষা বোঝে না। কম্পিউটার শুধুমাত্র বাইনারী বা দুই ডিজিট সংখ্যা বুঝে আর সেটা হলো, ০ আর ১। কম্পিউটারের সাথে যোগাযোগের জন্য, প্রোগ্রামার প্রোগ্রামিং ভাষা ব্যবহার করে। মানুষের ভাষা কম্পিউটারকে বুঝানোর জন্য সাধারনত অনেক ধরনের প্রোগ্রামিং ভাষা ব্যবহার করা হয় আর সেই সমস্যা সমাধানের জন্য প্রয়োজন সঠিক দিক-নির্দেশনা এবং পরিকল্পনা আর সেটাই Algorithm। তার মানে আমরা কি বলতে পারি, কোন সমস্যা সমাধানের
Comments
Post a Comment