আশাকরি এই ৭টা প্যারার মধ্যে কোন একটা প্যারার মূল থিম আপনাদের জীবনে কাজে লাগতে পারে।
১. আবেগ ও ভালোবাসার মধ্যে অন্যতম মিল হলো, দুইটাই অতি বেশী পরিমাণে উপস্থিত থাকলে কিছু কিছু সময় ক্ষতির কারণ হয়ে দাঁড়ায়। আবার এই দুইটির কারনেই মানুষ অনেক উপরে ও উঠে। এটা শুধু নির্ভর করে আপনি যে ক্ষেত্রে আবেগ ও ভালোবাসা প্রদর্শন করছেন তা ঠিক কতোটা অর্থপূর্ণ তার উপর। আর আপনি এই দুইটার উপর পরিশ্রম যোগ করেছেন নাকি অতি আবেগ ও ভালোবাসার বশবর্তী হয়ে পরিশ্রম করার সময় পাচ্ছেন না তার উপরে।
২. তর্কে জয়লাভ করা মানেই বিজয় নয়। কখনো কখনো অন্যের যুক্তি সুন্দর ভাবে মেনে নেয়াই বিজয়।
ফার্স্ট হওয়া মানেই সফলতা নয়, সুখী হওয়া মানেই সফলতা, আপনি কিসে সুখী সেটা না খুঁজেই শুধু ফার্স্ট হতে দৌড় দিবেন না। নিজেকে আবিষ্কার করুন।
৩. জীবনের সবচাইতে বড় সীমাবদ্ধতা হল, কখনোই তুমি নিজের ভবিষ্যৎ নিজে দেখতে পারবানা। তুমি হয়তো ভবিষ্যৎ দেখতে পারোনা, তাই বলে অতীত দুঃস্বপ্ন নিয়ে ভবিষ্যতের রাতগুলোকে পার করে দিওনা। নতুন করে হাটা শুরু করো, বিশ্বাস রেখো, শেষ পর্যন্ত তুমি হারবেনা !!"
৪. পরাজয়ের ভয়, পরাজয়ের চেয়েও খারাপ। একটা পরাজয় আরো পরাজয়ের জন্ম দেয়, কারণ প্রত্যেকটা পরাজয়ের সাথে ব্যক্তি তার আত্ন-মূল্যবোধ হারিয়ে ফেলেন যেটা পরবর্তী পরাজয়ের কারণ। পরাজিতরা কোন কিছু ঘটার অপেক্ষায় থাকে, তারা কখনই কোন কিছু ঘটাতে পারে না।
৫. বাস স্টপেজে অনেক বাসই আসবে কিন্তু আপনাকে গন্তব্যে পৌঁছে দেবে একটি বাসই। তেমনি, জীবনে চলার
পথে অনেক মানুষই আসবে কিন্তু আপনার উপযুক্ত গন্তব্যে পৌছাতে সাহস ও অনুপ্রেরণার জন্যে একজনই যথেষ্ট।
৬. " পড়েছি -- মিথ্যে বলা মহা পাপ..
দেখেছি -- সত্য পাগলের প্রলাপ..!
পড়েছি -- সকল মানুষ ভাই ভাই..
দেখেছি -- বিবেক ভালবাসা হল ছাই..!
পড়েছি -- মানুষ মানুষের জন্য..
দেখেছি -- মানুষ মানুষকে করে শুন্য..!
এখন জানার আর দেখার অনেক কিছুই বাকী।
যেটা জানি সেটা মরীচিকা আর যেটা দেখি সেটাই বাস্তবতা।
৭. অস্ট্রেলিয়ার সেনাবাহিনীতে একটি প্রথা আছে - সেনাবাহিনীতে নিয়োগ প্রাপ্ত যে সকল সেনা জীবনে ফেল করেননি তাদেরকে বাদ দেওয়া হয়। কারন অস্ট্রেলিয়ার সেনাবাহিনী মনে করে যে, যে কখনো ফেল করেনি সে কোনো বিপদ সামলানোর মতো মানষিকভাবে যোগ্য নয়।
সত্যিকার অর্থে জীবনে ব্যর্থতা ছাড়া কেউই সফল হতে পারেনি। কারন ব্যর্থতা মানুষকে এমন ভাবে পোড়ায় ,যে সফল না হওয়া পর্যন্ত সে পোড়া থামে না।

Comments

Popular posts from this blog