জীবনে একটা সময় আসবে যখন আপনার মনে হবে আপনি নিজেকে শূণ্যতায় হারিয়ে ফেলছেন।সেই সময়টায় নিজেকে খুব বেশি একা মনে হবে।মনে হবে পায়ের নিচ থেকে আস্তে আস্তে মাটি সরে যাচ্ছে।আপনি মুখোমুখি হবেন কঠিন বাস্তবতার।বুক ফেঁটে কান্না আসবে সে সময়।চিৎকার করে কাঁদতে ইচ্ছে হবে। মাঝে মাঝে দু'এক ফোঁটা জল মনের অজান্তেই পড়ে যাবে।
.
আপনি তখন ঠিক বুঝে যাবেন দিনশেষে আপনাকে নিয়ে আসলে কারোই কোন মাথা ব্যথা নেই।আপনি ভালো আছেন নাকি খারাপ আছেন তাতে কারো কিছুই আসে যায় না।রাতগুলো খুব বিশাল মনে হবে।মনের ভিতরের কথাগুলো কাউকে খুব করে বলতে ইচ্ছে হবে।
.
কাউকে ভরসা করে,অনেক আশা নিয়ে যখন কিছু বলবেন দেখবেন সেও পর্যন্ত আপনাকে একটু বুঝার চেষ্টা করেনি। ভাবছেন আপনার মন খারাপ দেখে,চুপ হয়ে যাওয়া দেখে কেউ জিজ্ঞেস করবে,
.
"কিরে তোর কি হয়েছে??"
.
"কিরে কোন সমস্যা?? "
.
"কি তোর শরীর খারাপ??"
.
"কেউ কি তোকে কিছু বলেছে??"
.
"তুই কি কোন কিছু নিয়ে টেনসনে আছিস??"
.
কিন্তু আপনি দেখলেন কেউই আপনার কোন খবর নিতে আসেনি।আপনার দিকে মনোযোগ দেয়ার সময় কারো হয় নি।সবাই তার নিজেকে নিয়ে খুব ব্যস্ত। ভীষণ রকমের ব্যস্ত।তখনই নিজেকে খুব অসহায় মনে হবে।আপনি তো বেশি কিছু চান নি,চেয়েছেন খারাপ সময়গুলো তে কেউ একজন পাশে থাকুক।কেউ একজন সময় নিয়ে কথাগুলো শুনুক।কিন্তু কেউ শুনছে না।
.
সত্য বলতে গেলে,পৃথিবীতে আমি,আপনি,সে আমরা সবাই আজ বড্ড বেশি একা,বড্ড বেশি ব্যস্ত।তাই কারো আশায় বসে থেকে কোন লাভ নেই,কারো কথা ভেবে ভেবে রাত পার করে কোন লাভ নেই।কারো জন্য জীবনটা নষ্ট করে কোন লাভ নেই।
.
নিজের জন্যই নিজেকে বাঁচতে হবে।শুধু শুধু নিজেকে কষ্ট দিয়ে যে লাভ নেই, বরং নিজেকে খুব বেশি ভালো সময় উপহার দেয়া প্রয়োজন।জীবনটা যে বেশ ছোট। তাই ভালো থাকাটা খুব বেশি প্রয়োজন। জীবনে হেরে যাওয়া নয়,জয়ী হওয়াটা খুব প্রয়োজন।
Comments
Post a Comment