GRE (Graduate Record Examinations) একটি স্ট্যান্ডার্ড পরীক্ষা যা মার্কিন যুক্তরাষ্ট্র এবং কানাডার অনেক স্নাতক বিদ্যালয়ে ভর্তির জন্য প্রয়োজনীয়। জিআরই Educational Testing Service (ইটিএস) দ্বারা পরিচালিত।
মূলত কার্নেগি ফাউন্ডেশন দ্বারা ১৯৩৬ সালে এই পরীক্ষাটি অ্যাডভান্সমেন্ট অফ টিচিংয়ের জন্য প্রতিষ্ঠিত হয়েছিল।
Score / grade validity: 5 years
Scores/grades used by - Most graduate schools in the USA, and few in other countries.
Exam Marks & Time: The GRE is a 3 hour and 45-minute long exam that includes three main sections: Analytical Writing(6), Verbal Reasoning(170), and Quantitative Reasoning(170). Total= (340+6)
Purpose: Admissions to master's and doctoral degree programs in various universities
GRE এর সব বই, যাবতীয় কোর্স ম্যাটেরিয়াল, ফ্ল্যাশকার্ড, ম্যাথ কোয়েশ্চেন সহ সল্যুশনস পেয়ে যাবেন এই এক ড্রাইভে -
***Main Website - https://www.ets.org/gre
এখানে সমস্ত ইনফরমেশন পেয়ে যাবেন GRE সম্পর্কিত। আবার চাইলে এখানে টেস্টও দিতে পারেন ঘরে বসেই।
এখানে পেয়ে যাবেন ১১০০+ GRE Qs, ৬০০+ ব্লগ/আর্টিকেল/ভিডিও একদম ফ্রি-তে।
আরো কিছু প্রয়োজনীয় ওয়েবসাইট যেখানে এক্সাম ডেট, সময়, প্রস্তুতির জন্য বিভিন্ন টিপ্স পেয়ে যাবেন-
যেকোনো কম্পিটিটিভ এক্সামের জন্য ভোকাবুলারি অনেক অনেক ইম্পর্ট্যান্ট। তাই কয়েকটা পিডিএফ দিয়ে দিলাম, নোট করে পড়া শুরু করে দেন। একদিনে ভোকাবুলারি হবে না আর যাইহোক।
Vocab-
ম্যাগুশের এই [https://magoosh.com/gre/2017/free-guide-gre-test/] সাইটে ভোকাবুলারির জন্য ভালো কন্টেন্ট পাবেন। এছাড়াও বিভিন্ন ছোট- বড় আর্টিকেল আছে এখানে যা আপনার রিডিং পার্ট- এর প্রিপারেশন সহজ করে দিবে।
সিম্পলি যদি অ্যাপ ইউজ করে প্রিপারেশন নিতে চান তাহলে নীচের ৫টি এপ খুবই কাজে লাগবে। এখানে প্র্যাক্টিস কোয়েশ্চেন, কুইজ, টেস্ট, ভোকাবুলারি সবই পেয়ে যাবেন নিমিষেই ♥
সবশেষে ইউটিউবে ভালো কিছু চ্যানেল আর প্লেলিস্ট দিয়ে রাখলাম, যদি পারেন সেভ করে রেখে নিন।
USA Higher Study নিয়ে সব তথ্য পেতে ভিজিট করুন- https://cutt.ly/GfJbOwf
No photo description available.

Comments

Popular posts from this blog