#ফ্রি_ফেইসবুক এর মতো কিভাবে ফেসবুক চালাবেন :-->
বাংলাদেশ এর সরকার ফ্রি ফেইসবুক ব্রাউজিং বন্ধ করে দিয়েছে কিছুদিন আগে, এতে মেক্সিমাম মানুষ ই ফেইসবুক ব্যবহার করতে সমস্যাতে ভূগছেন। আর তাদের জন্যই মূলত পোস্টটা করা।
সাধারণত ফেইসবুক এর ভিউ হয় ২ রকমের এক. রেগুলার ভিউ দুই. বেসিক ভিউ। রেগুলার ভিউ ল্যাটেস্ট আর বেসিক ভিউ ওল্ড। m.facebook .com address টি যে কোন ব্রাউজার দিয়ে ঢুকলেই প্রথমেই ল্যাটেস্ট ভিউতে অটো লগ ইন হয়ে যায়, এতে প্রাধানত সমস্যাতে পড়েন গুগল ক্রোমি বা ফায়ার ফক্স কিংবা ফোন কোম্পানি থেকে তাদের ডিফল্ট ব্রাউজার গুলো। এতে অসুবিধা দুইটা, যাদের ওয়াইফাই আছে কিংবা ভালো নেট স্পিড আছে তারা ভালো ভাবে ব্যবহার করতে পারলেও, যাদের নেটওয়ার্ক দূর্বল কিংবা খুব বেশী এমবি থাকে না যাদের, তারা এই ভার্সন টা ব্যবহার করতে পারেন না, একটু ব্যবহার করলেই প্রচ্চুর এমবি শেষ হয়ে যায়, অনেক অসুবিধাতে পড়েন। তার মধ্যে অন্যতম প্রথমেই নেট স্লো পান আর দ্বিতীয়ত প্রচ্চুর এমবি ফুরে যায়। আর তাই সবার কথা বিবেচনা করে আপনাদের সামনে একটা ট্রিকস নিয়ে আসলাম এতে সুবিধা তিনটা রেগুলার ভিউ থেকে আর সেটা হলো, ১. ভালো স্পিড ২. অনেক কম এমবি লাগবে ফেইসবুক ব্যবহার করতে আর ৩. ফ্রি ফেসবুক ব্রাউজিং এর স্বাদ পাবেন। আর এটা করার জন্য সিম্পল একটা কোড লিখবেন। m.facebook. com এ রেগুলার ভিউ থেকে বেসিক ভিউতে যাবার জন্য প্রথমেই ব্রাউজার এর Address বার এ আসুন আর সেই সাথে লিখুন m.facebook. com/settings/site এর পর ওকে চাপুন। এখন দেখবেন আপনার সামনে দুইটা অপশান আছে ১. Regular আর ২. Basic। দুই নাম্বার অপশান টা সিলেক্ট করুন ব্যাস আপনি রেগুলার ভিউ থেকে বেসিক ভিউতে চলে যাবেন। এর পর ফেইসবুক ঘণ্টার পর ঘণ্টা ব্যবহার করলেও অনেক কম এমবি কাটবে একই সাথে নেটওয়ার্ক টা ফাস্ট পাবেন। এখন যদি কখনো মন চায় বেসিক থেকে আবার রেগুলার ভিউ তে যেতে তাহলে ফোন এর একদম নিচে settings and privacy এর পরে লিখা দেখবেন, Switch Default Site ওইখানে ক্লিক করলেই আবার রেগুলার ভিউতে চলে আসতে পারবেন। এই অপশান ছাড়াও mbasic.facebook .com এই মাধ্যমেও বেসিক এ যেতে পারবেন। আশাকরি আজকের এই ট্রিকস টা অনেকের অনেক কাজে + উপকার এ লাগবে।
Ruhul Amin
May be an image of text that says '4G 4G 19.5 :D m.facebook.com/settin 1 When you access Facebook on your phone, what do you want your default mobile site to be? RegularMore photos, Loads slower BasicLess photos, Loads faster Save Cancel'
22
2 Comments
Like
Comment
Share

Comments

Popular posts from this blog