অনেকেই #ফেইসবুক_মেসেঞ্জার এর নিউ আপডেট ফিচার বা মেসেঞ্জার এর কিছু কিছু নতুন ফিচার সমন্ধে জানেন না। আর তাদের জন্যই আজকে আমার এই পোস্ট। আশাকরি এই পোস্ট থেকে নতুন কিছু হলেও শিখতে সেই সাথে জানতে পারবেন।
প্রথমে প্রয়োজনীয় কিছু কথা বলে নেই। সম্প্রতি ফেসবুক এর সাথে ইন্সটাগ্রাম যুক্ত বা এক হয়েছে। আর এই জন্য আপনারা খেয়াল করে দেখবেন, আগে ফেইসবুক মেসেঞ্জার এর লোগো নীল বর্ণের ছিল এখন সেটা হালকা বেগুনী বর্ণের হয়ে গেছে। এখন থেকে মেসেঞ্জার থেকেই ইনস্টাগ্রাম ব্যবহারকারীদের বার্তা পাঠানো যাবে। আবার ইনস্টাগ্রাম ব্যবহারকারীরা মেসেঞ্জারে বার্তা পাঠাতে পারবেন। এই নতুন আপডেটে বিশেষ করে ৪টি নতুন জিনিস রয়েছে। প্রথম - চ্যাটের জন্য নতুন রঙিন লুক, দ্বিতীয় - ইমোজি রিঅ্যাকশন, তৃতীয় - মেসেজের জন্য সোয়াইপ-টু-রিপ্লাই আর চতুর্থ - ফেসবুকের বন্ধুদের সঙ্গে কিংবা বাইরের ব্যাক্তিদের সাথে গ্রুপ চ্যাট। এতে সব থেকে বড় পরিবর্তন হচ্ছে যে এই আপডেটের পর ব্যবহারকারীরা ইনস্টাগ্রাম থেকে ফেসবুকের বন্ধুদের মেসেজ করতে পারবে। সেই সাথে আরও যুক্ত হয়েছে,
লাভ অ্যান্ড টাই-ডাই নামে দুটো ভালোবাসার থিম। সঙ্গে থাকছে সেলফি স্টিকার সেই সাথে ভ্যানিশ মুড। যায় হোক, এবার আসল পোস্ট এ চলে যায়।
১. Messenger Rooms ( #মেসেঞ্জার_রুম ) :
লকডাউনের কারণে এখন ব্যাপকমাত্রায় ভিডিও কলিং ফিচারের ব্যবহার করছে মানুষ। স্কুল, কলেজ বা ভার্সিটি এর ক্লাস অনলাইন এ জুম ( Zoom ) কিংবা গুগল মিট ( Google Meet ) এ হচ্ছে। এটা ছাড়াও ভিডিও কল সেই সেই কনফারেন্স এর প্রয়োজনীয়তা বেড়ে গেছে। Zoom এ নিরাপত্তা জনিত ত্রুটি সেই সাথে ব্যাক্তিগত ভিডিও ভাইরাল হওয়ার চাপের কারণে জুম আপাতত অনেকটাই বিধস্ত। আর এই সুযোগ এ ফেসবুক তাদের ফিচার এ মেসেঞ্জার রুম নামক নতুন ফিচার অ্যাড করেছে। এই ব্যক্তিগত ভিডিও কনফারেন্সিং অ্যাপটি একবারে ৫০ জন কে ভিডিও কলে যুক্ত করার সুবিধা দেবে। তবে শুধু অ্যান্ড্রয়েড নয়, iOS, Windows ও MacOS ব্যবহারকারীরাও ফেসবুক ম্যাসেঞ্জার রুম ব্যবহার করতে পারবেন। এরজন্য সমস্ত ব্যবহারকারীকে তাদের মেসেঞ্জার অ্যাপটি আপডেট করতে হবে। এরপর মেসেঞ্জার ‘চ্যাট’ অপশনের পাশে ‘পিপল’ অপশন দেখা যাবে। এখানে ক্লিক করলেই ‘ক্রিয়েট এ রুম’ অপশন পাওয়া যাবে। আপনাকে জানিয়ে রাখি Messenger Rooms ব্যবহার করার জন্য কারোর ফেসবুক অ্যাকাউন্ট থাকা বাধ্যতামূলক নয়। যে কেউ ফেসবুক ব্যবহার না করলেও কেবল একটি ইনভাইট লিঙ্কের মাধ্যমে মেসেঞ্জার রুমের ভিডিও কলিংয়ে যোগ দিতে পারে। মেসেঞ্জার রুমেও Zoom এর মতো ফিচার দেওয়া হয়েছে। এছাড়াও ক্রিয়েটরের হাতে এই রুম সাজানোর অর্থাৎ ডিজাইনের বিকল্প থাকবে। এছাড়াও ক্রিয়েটর চাইলে যেকোনো কাউকে যখন ইচ্ছা রিমুভ করতে পারবে।
২. Vanish Mood ( #ভ্যানিশ_মুড ) : অনেকেই ফেসবুক এ নিরাপত্তা হীণতায় ভূগেন। অনেক এর ই ব্যাক্তিগত মেসেজ গুলো লিক আউট হয়ে থাকার ভয় থাকে। যায় হোক আজকে আমি আপনাদের এমন একটি ফিচার সমন্ধে জানাবো, যেটা আপনাদের অনেক এর মনকেই শান্তি দিবে 😁 আচ্ছা যদি এমন হতো, আপনার থেকে কেউ একজন ব্যাক্তি আপনার পিক চাচ্ছে, যদি এমন হতো সেই ব্যাক্তিকে আপনি পিক দিলেন। সেই ব্যাক্তি আপনার পিকটা দেখার পরে যদি পিক অটোমেটিক ফেসবুক থেকে রিমুভ হয়ে যায় তাহলে কেমন লাগবে আপনার, নিচ্চয় অনেক ভালো 😷 আবার যদি আপনি যার সাথে চ্যাট করছেন, সে যদি আপনাকে না জানিয়ে স্কিনশর্ট নেয় তাইলে সেই স্কিনশর্ট এর নোটিফিকেশন যদি আপনাকে সাথে সাথে জানিয়ে দেওয়া হয় তাইলে কেমন লাগবে আপনার 🙄 আবার যদি যা যা চ্যাট করেছেন, তার সব ই যদি অটোমেটিক রিমুভ হয়ে যায় তাহলে কেমনটা লাগবে [ যায় হোক কমেন্ট এ জানাবেন 😂 ] এটাই হলো ভ্যানিশ মুড। সামনের জন মেসেজ বা ছবিটি দেখে নেওয়ার পর সহজেই তার ওপর ক্লিক করে ভ্যানিশ মোডের সুবিধা নিতে পারেন। ফলে তড়িঘড়ি চ্যাটবক্স থেকে উধাও হয়ে যেতে পারে সংশ্লিষ্ট ছবি বা মেসেজ। কিছুক্ষণ পরই ফের সোয়াইপ আপ করে ভ্যানিশ মোড থেকে বেরিয়ে এসে মূল চ্যাটে ফিরতে পারেন আপনি। কীভাবে ব্যবহার করা যাবে ভ্যানিশ মোড, এ বিষয়ে সংস্থার তরফে জানানো হয়েছে, Vanish Mode টার্ন-অন করতে হলে প্রথমে ইনস্টাগ্রাম চ্যাটে ঢুকতে হবে সংশ্লিষ্ট ব্যবহারকারীকে বা ফেসবুক আপডেট মেসেঞ্জার এ। এরপর সোয়াইপ আপ (Swipe Up) করে ধরে রাখতে হবে, দ্যান মুডটা অন হয়ে যাবার পরে, কোনো ছবি, সেলফি (Selfie) বা অন্তত ব্যক্তিগত মেসেজ পাঠিয়ে দিন। সংস্থা থেকে জানানো হয়, ভ্যানিশ মোডে থাকা চ্যাটের যে কোনো ছবি, মেসেজ বা GIF সহজেই উধাও হয়ে যেতে পারে। এ মোডের পরিষেবা নিয়ে নিশ্চিন্তে থাকতে পারেন ইনস্টাগ্রাম ব্যবহারকারীরা সেই সাথে ফেসবুক মেসেঞ্জার ব্যবহারকারী। আর সবচেয়ে বড় বিষয় হলো, আপনার চ্যাট হিস্ট্রিতে জমে থাকবে না এই ভ্যানিশ হওয়া মেসেজগুলো।
৩. App Lock Future ( #অ্যাপ_লক_ফিচার ) : এই অ্যাপ লক ফিচারের মাধ্যমে গ্রাহকেরা নিজেদের গুরুত্বপূর্ণ এমন গোপন মেসেজ সুরক্ষিত রাখতে পারবেন। সম্প্রতি ফেসবুক গ্রাহকদের অন্য নয়া ভিডিও চ্যাট প্ল্যাটফর্ম মেসেঞ্জার রুম নিয়ে আসা হয়েছে। এই সুবিধার মাধ্যমে সেই ফিচারটিও সুরক্ষিত রাখা যাবে বলে জানানো হয়েছে। এই নয়া অ্যাপ লক ব্যবহার করতে চাইলে গ্রাহকদের প্রাইভেসি সেকশনে যেতে হবে। সেখানে গিয়ে সেখান থেকে এই সুবিধা নিতে পারবেন গ্রাহকেরা এর ফলে ফিঙ্গার প্রিন্ট বা ফেস লক সহ একধিক সুবিধা পেতে পারবেন। অন্য কেউ কারো মেসেজ এই সুবিধার ফলে দেখতে পারবে না। এমনকি ফোন হাতে নিলেও দেখা যাবে না। এও জানানো হয়েছে এই ফেস আইডি বা ফিঙ্গার প্রিন্ট ফেসবুকে স্টোর হয়ে থাকবে না। এই মুহূর্তে এই সুবিধা কেবল পাওয়া যাচ্ছে আই প্যাড এবং আই ফোনে। তবে খুব দ্রুত এই সুবিধা আসবে অ্যান্ড্রয়েড ফোনে।
৪. Messenger ডট com ( মেসেঞ্জার . com ) : আপনার কাছে মেসেঞ্জার না থাকলে আপনি যে কোন ব্রাউজার এর থেকে messenger . com লিখে মেসেঞ্জার ব্যবহার করতে পারবেন। এ ক্ষেত্রে মেসেঞ্জার ডটকম ফেসবুক পেজ বা অ্যাপের বিকল্প হতে পারে। ব্রাউজারে মেসেঞ্জার ডটকম লিখে দরকারি কাজ ও সেরে নিতে পারবেন।
৫. Location ( লোকেশন বা কাউকে নিজের অবস্থান জানানো ) : কোনো জায়গা চিনতে অসুবিধা হচ্ছে। মুখে ঠিকানা বলার চাইতে মেসেঞ্জারে তাকে অবস্থান জানিয়ে দিতে পারেন। মেসেঞ্জার অবস্থান জানানোর সুবিধা রয়েছে। মেসেঞ্জার অ্যাপে গিয়ে আলাপচারিতা নির্বাচন করুন। স্ক্রিনের নিচের দিকে চার ডটের মেনুতে চাপ দিন। জায়গা নির্বাচন করুন। আপনি চাইলে আপনার লাইভ অবস্থান এক ঘণ্টার জন্য শেয়ার করতে পারবেন। ডান দিকের নিচে থাকা লাল বাটন চেপে নির্দিষ্ট অবস্থান ঠিক করতে পারেন। এইভাবে আপনার প্রিয়জন এর ঠিকানা বা লোকেশন আপনি যেভাবে পেতে পারেন ঠিক একইভাবে পৌঁছাতেও পারেন কিংবা নিজের লোকেশন কাউকে সেন্ড করে তাকে আপনার কাছে নিয়েও আসতে পারেন।

Comments

Popular posts from this blog