জীবনে ছ্যাঁকা খাওয়াটা খুব বেশি প্রয়োজন। কারণ জীবনে যে যতো বড় ছ্যাঁকা খাবে, তার জীবনের মোড়টা ঠিক ততোটা দ্রুত পাল্টাবে। পৃথীবিতে প্রতিটি মানুষের লাইফটা চেঞ্জ করে দিতে শুধুমাত্র একটা টার্নিং পয়েন্ট কাজ করে, সেই পয়েন্টটা বিভিন্ন রকম হতে পারে। মানুষ এই টানিং পয়েন্ট থেকেই নিজেকে পরিবর্তন করা শুরু করে, আর অচিরেই নিজের নামটা সাকসেস কিংবা অন্ধকার এইদুইটার লিস্ট এ আবিষ্কার করে। কার জীবনের মোড় কোনদিকে ঘুরবে, সেটা কেউ ই জানে না। জীবনের প্রতিটি ছোট ছোট ঘটনা কিংবা ছোট ছোট যে কোন কিছুই যেমন জীবনের টানিং পয়েন্ট হয়ে দাঁড়াতে পারে, ঠিক তেমনি বড় বড় কোন ঘটনাও। তাই জীবনের কোন মোড়কেই অবহেলা করা উচিৎ নয়, কে জানে কার মাধ্যমে কিভাবে কেমন করে জীবনটা পাল্টাবে। মানুষের জীবন পাল্টাতে বেশী সময় লাগে না, কিন্তু সেই জীবন পাল্টানোর টানিং পয়েন্টটা পেতে সময় লাগে। মনে রেখো, জীবনকে তুমি যতোটা পোড়াবে, সেই সাথে যতোটা জোরে চাবুক মাড়বে, ফিডব্যাক হিসেবে জীবনের প্রতিটি মোড়ে মোড়ে ভিন্ন ভিন্ন ঘ্রাণ পাবে যার যে কোন একটা তোমার জীবনের টানিং পয়েন্ট হয়ে দাঁড়াতে পারে একটা সময়ে। আর তারপরেই তোমার জীবনের আসল সূচনা শুরু।
Comments
Post a Comment