কিছুদিন আগে এক ছোট ভাই ( Khirul Basur ) আমাকে বলেছিল, ভাই মহাকাশ ইন্ডাস্ট্রিতে আপনাকে স্বাগতম। সেইদিনকে আমি অবাক হয়ে গেছিলাম ওর কথা শুনে। পরে যখন বুঝলাম গুগল এর কারণেই কথাটা আমাকে বলেছিল কারণ #গুগল ও মহাকাশ এর একটা পার্ট ( এটা আমার কাছে অজানা ছিল )। যায় হোক, ও নিজেও PHD করছে মহাকাশ নিয়ে। পরে গুগল এর এই ব্যাপারটা নিয়ে আমি রিসার্চ করতে বসি। আর এতে আমি অনেক অজানা ইনফরমেশন পাই, যা সত্যি ই অনেকটা আমার কাছে অজানা ছিল। গুগল সম্পর্কে তো এতোদিন অনেক তথ্যই দিয়েছি, আজকে আপনাদের নতুন কিছু তথ্য দেই গুগল সম্পর্কে। হয়তোবা গুগল সম্পর্কে আজকে কিছু ইনফরমেশন জেনে আপনারাও আমার মতো অবাক হবেন।
গুগল মহাকাশ এর একটা পার্ট। মহাকাশ এর প্রায় মেক্সিমাম কমিউনিকেশন গুগল দ্বারা হয়ে থাকে। আমরা আগে যেমন ভাবতাম কিংবা জানতাম যে মহাকাশ নিয়ে একমাত্র নাসা ই কাজ করে থাকে তবে এই ধারণাটা বর্তমানে ভুল। এই জন্য অনেকে গুগলকে সাব স্পেস ইন্ডাস্ট্রি বলে থাকে। এটা ছাড়াও গুগল এর নিজস্ব স্যাটেলাইট বিজনেস আছে। গুগল এর স্পেসএক্সে যেটা মহাকাশ গবেষণাতে সেই সাথে মহাকাশ এর বড় বড় প্রজেক্ট কিংবা স্পেস লঞ্চ এর কাজে ব্যবহৃত হচ্ছে। সেই সাথে গুগল আর নাসা দুইজনে পার্টনারশিপ হিসেবে বর্তমানে মহাকাশ নিয়ে গবেষণা করছে। এখন পর্যন্ত গুগল নাসার সাথে আটটি প্রজেক্ট এ সরাসরিভাবে যুক্ত হয়েছে। ভবিষ্যৎ এ বড় প্লানিং নিয়ে তারা সামনেও আগাচ্ছে। সেই সাথে কৃত্রিম বুদ্ধিমত্তা নিয়ে তারা গবেষণা করছে। স্পেসএক্সে বিনিয়োগের পরে গুগল ওয়েবপাস নামে একটি সংস্থা করেছিল। ওয়েবপস গ্রাহকদের পয়েন্ট-টু-পয়েন্ট ওয়্যারলেস উচ্চ-গতি ইন্টারনেট সরবরাহ করবে। যা মহাকাশ থেকে গ্রাউন্ড স্টেশনগুলিতে ওয়েবপাস ব্যবহার করে গ্রাহকদের জন্য সরাসরি ইন্টারনেট ব্যবহার করতে পারবে। তাই এখন বলা যেতেই পারে গুগল শুধু যে সার্চ ইঞ্জিন সেটা না, গুগল মানেই বিশ্ব।
Comments
Post a Comment