Google নিয়ে তো আমি অনেক পোস্ট ই দিয়েছি। আমি একদম শুরু থেকেই গুগল নিয়ে পোস্ট গুলো করেছি, জেনো যে কোন মানুষ এই ব্যাপারে একটা পরিপূর্ণ গাইড লাইন পায়। আজকে তোমাদের সবার সাথে শেয়ার করবো একটু ভিন্ন জিনিষ আর সেটা হলো কিভাবে অনেক সহজে তোমরা গুগলার হতে পারবে।
আশাকরি গুগল নিয়ে এখন সবাই ই অনেক ভালো জানো। ইভেন অনেকে গুগল ফুবার এও ভালো করছে। কেউ কেউ লেভেল ৩ কিংবা লেভেল ৪ পর্যন্ত গেছে। এটা অনেক ভালো খবর। যায় হোক যারা CSE নিয়ে পড়ছো কিংবা সফটওয়্যার ইঞ্জিনিয়ার নিয়ে পড়ছো বা যারা BSC বা অন্য ট্রেড এ আছো এই পোস্টটা আসলে সবার জন্য যাদের স্বপ্ন গুগলার হওয়া। তোমাদের এর আগে আমি বলেছিলাম আর সেটা প্রায় ২ বছর ধরেই বলে আসছি যে, গুগল এ জব পাওয়া কঠিন কোন ব্যাপার না তবে গুগলে জব পাবার পরে শুরুতে তোমাদের সমস্যা হবে সেই সাথে অনেক জটিল জটিল কাজ করতে হবে তবে ভয় পাবার কিছুই নেই তার জন্য টিম সেই সাথে গাইডলাইন ও হাতে সময় থাকবে বা তোমাদের দেওয়া হবে। তাই তোমরা নিজেদেরকে ওই টাইম এই বা টিম থেকেই ঝালিয়ে নিয়ে গড়ে তুলতে পারবে।
কিন্তু গুগল এ জব পাওয়ার জন্য এতো প্যারা নাই। তোমরা হয়তোবা ভাবতে পারো, ভাইয়া আমাদের সাথে মজা নিচ্ছে আসলে সেটা না। তোমরা নিজেরা যখন ইন্টারর্ভিউ এর জন্য সিলেক্টেড হবে সেই সাথে ইন্টারর্ভিউ দিবে তখন ই বুঝতে পারবে আমার কথার সত্যতা ঠিক কতোটুকু ছিল। আমি তোমাদের ইন্টারর্ভিউ অব্ধি ই নিয়ে যাওয়ার জন্য কিছু ট্রিকস শিখিয়ে দেয় যেটা তোমাকে খুব সহজেই গুগল এ যাওয়ার রাস্তা অনেকটুকু পরিষ্কার করে দিবে।
গুগল এ যাওয়ার অনেক রাস্তা আছে যে যে রাস্তা দিয়ে ঢুকতে পারে আর কি। যায় হোক এইখানে কিছু পয়েন্ট তুলে ধরে তোমাদের বোঝায় তাহলে বুঝতে তোমাদের সুবিধা হবে।
১. তোমরা যারা গ্রাজুয়েশন করছো তোমরা এখন থেকেই কিছু প্রজেক্ট করো, সেই প্রজেক্টটা হতে পারে ছোট কিংবা বড়। খুব বড় যে প্রজেক্ট করতে হবে, এটা একেবারেই ভুল ধারণা।
২. CP করো আর সেটা এখন থেকেই। সেটা হতে পারে ভার্সিটি কিংবা অনলাইন জাজ। সেটা হতে পারে কোড জ্যাম বা হ্যাকার র্যলক ( Hacker Rank ). মিনিমাম ১০০০++ প্রব্লেম স্লভিং করো।
৩. চোখ বন্ধ করে যে কোন একটা সফটওয়্যার কোম্পানিতে ইন্টার্নিশিপ নাও কিংবা জব। এইটা অনেক বড় ইস্যু গুগলে যাওয়ার জন্য। যতো বেশি অভিজ্ঞতা থাকবে, গুগল এ যাওয়ার পসিবিলিটি ততো বেশী।
৪. ভালো একটা CV তৈরী করো। CV তে ডিজিটাল সবকিছু ফলো করো। তোমার নিজের একটা ওএব সাইট বানাও আর সেখানে তোমার সব কাজ সেই সাথে সব ডকুমেন্ট অ্যাড করো। ভালো CV বানানোর জন্য আমার এই পোস্টটাও ফলো করতে পারো।
৫. সবকিছু ঠিক ভাবে হলে, তুমি যখন নিজেকে satisfied মনে করবে তখন, এই লিংঙ্কে গিয়ে ( https://careers.google.com/ ) অ্যাপ্লিকেশান করো। ইভেন সব ডকুমেন্ট ঠিক মতো সাবমিট করো। আর কখনোই গুগল এর কেন একটা জায়গার জন্য অ্যাপ্লিকেশান করবে না, সবসময় ৫/৬ টা জায়গাতে গুগলের অ্যাপ্লিকেশান করবে কিংবা তার অধিক। প্রতিটা সেক্টর এই আলাদা আলাদা সিলেকশন পর্ব থাকে। তাই একটা কিংবা দুইটা কিংবা তিনটাতে বাদ পড়লেও অন্যান্য সেক্টর থেকে ইন্টার্ভিউ এর জন্য কল পাবে। তবে এই জন্য CV টা অনেক বেশী গুরুত্বপূর্ণ। আর CV তে গুগলার বাদে আর কারো রেফারেন্স দিবে না তাহলে সিলেকশন হবে না। আর গুগল এ কেউ জব পেলে, সেও সাথে সাথে Recuiter হয়ে যায়। আর গুগল এ কেউ জব পেলে তাকেও ইন্টারর্ভিউ নিতে হয়। তাই সবার জন্যই এই সুযোগ গুলো থাকে।
ইনশাআল্লাহ্‌ এই স্টেপগুলো খুব ভালো ভাবে ফলো করলেই তোমরাও কাঙ্ক্ষিত জায়গাতে পৌঁছাতে পারবে। তবে মনে রাখবে পৃথিবীতে তুমি যে কোন প্রোগ্রামিং ল্যাংগুয়েজ দিয়েই যে কোন কাজ করতে পারবে তার জন্য তোমার ওই প্রোগ্রামিং ল্যাংগুয়েজ সম্পর্কে অধিক জ্ঞান থাকতে হবে ঠিক অনুরুপ গুগল এ ইন্টারর্ভিউ দেওয়ার আগে তোমাকেও যে কোন একটি ল্যাংগুয়েজ ভালো ভাবে জানতে সেই সাথে অধিক জ্ঞান লাভ করতে হবে। আশাকরি এই গুলোই যথেষ্ট হবে। সবার জন্য শুভ-কামনা ❤

Comments

Popular posts from this blog